কানাডায় চীনবিরোধী বিক্ষোভ

  08-03-2021 01:15PM

পিএনএস ডেস্ক : কানাডার ভ্যানকুবারে চীনবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সেখানকার চীনা কনস্যুলেট অফিসের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে ‘ফ্রেন্ডস অব কানাডা ইন্ডিয়া অর্গানাইজেশন’ ছাড়াও আরও বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়। এসব সংগঠনের মধ্যে রয়েছে- কানাডা তিব্বত কানাডা, পূর্ব তুর্কিস্তান অ্যাসোসিয়েশেন অব কানাডা,গ্লোবাল পিনয় ডায়াসপোরা কানাডা, ভ্যানকুবার স্যোসাইটি অব ফ্রিডম, ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস ফর চাইনা, ভ্যানকুবার স্যোসাইটি ইন সাপোর্ট অব ডেমোক্র্যাটি মুভমেন্ট (ভিএসএসডিএম), ভ্যানকুবারিটিস কনসার্নড অ্যাবাউট হংকং, ভ্যানকুবার ইউঘুর অ্যাসোসিয়েশন, থাই ডেমোক্র্যাটিক মুভমেন্ট ইন কানাডা এবং দ্য অ্যালায়েন্স অব দ্য গার্ড অব কানাডিয়ান ভ্যালুস।

বিক্ষোভের সময় আন্দোলনকারী চীনবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে রয়েছে-‘ হংকংয়ের জন্য কমিউনিস্ট চীনের অসাংবিধানিক জাতীয় সুরক্ষা আইনকে না বলুন’, ‘মিথ্যা বলছে বেইজিং, মরছে জনগণ’, ‘চীনের সর্বগ্রাসিতাকে না বলুন’, ‘হংকংকে মুক্তি দাও’, ‘তিব্বতকে মুক্তি দাও’, ‘উইঘুর মুসলিম গণহত্যা বন্ধ কর’, ‘উইঘুরদের মুক্তি দাও’, ‘স্বৈরাচারকে প্রতিহত কর’।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন