ভারতকেই আগে এগিয়ে আসতে হবে, বললেন ইমরান খান

  03-04-2021 11:55AM


পিএনএস ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের বিষয়ে আবারও মুখ খুললেন ইমরান খান।

এক্ষেত্রে ভারতকেই আগে উদ্যোগী হতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতির অধীনে ভারতের সঙ্গে কোনও বাণিজ্য করা যাবে না। সম্প্রতি তার দেশের ইকোনমিক কোঅর্ডিনেশন কমিটির (ইসিসি) সিদ্ধান্ত হয় ভারত থেকে তারা চিনি, তুলা এবং সুতা আমদানি করার অনুমতি দেবে। অনলাইন ডন’র।

এ নিয়ে শুক্রবার মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে শলাপরামর্শ করেন ইমরান খান। তিনি সিদ্ধান্ত নেন, বিরাজমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে যেকোনও বাণিজ্য শুরু করা যাবে না।
এ সময় তিনি দাবি করেন আগে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে ভারতকে। তাদেরকে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করা বিষয়ক ২০১৯ সালের ৫ আগস্টের একতরফা ও বেআইনি পদক্ষেপকে পর্যালোচনা করে সবার আগে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন