সৌদির বিমান ঘাঁটিতে ফের ড্রোন হামলা

  11-04-2021 07:48PM

পিএনএস ডেস্ক : আবারও সৌদি আরবের দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী। সৌদি আরবের জিজান প্রদেশের কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দর এবং আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে আজ রবিবার সকালে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।

এক টুইটার পোস্টে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ খবর জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবের এই দুটি বিমানবন্দরের হ্যাঙ্গার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনে অভ্যন্তরীণভাবে তৈরি কাসেফ-টু কে ড্রোন ব্যবহার করা হয় ওই হামলায়।

উল্লেখ্য, দারিদ্র্যপীড়িত দেশটির ওপর সৌদি আরব এবং তার আরব মিত্ররা গত ছয় বছর ধরে যে বর্বর ও ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে চালানো এই হামলা সম্পূর্ণভাবে বৈধ। সৌদি আগ্রাসনে ইয়েমেনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও সম্পদের মারাত্মক ক্ষতি হয়েছে।
সূত্র : পার্সটুডে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন