‘পর পর ৭ সপ্তাহ ধরে বিশ্বে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে’

  13-04-2021 12:03PM


পিএনএস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে পর পর ৭ সপ্তাহ ধরে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং ৪ সপ্তাহ ধরে মৃতের সংখ্যা বাড়ছে।

জেনেভা সদর দফতরে সংবাদ ব্রিফিংয়ে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস অ্যাধানম গেব্রেসাস বলেন, গত মাত্র এক সপ্তাহে আমরা ৪র্থ সর্বোচ্চ বড় সংখ্যা রেকর্ড করেছিI

তিনি দোষারোপ করে বলেন, সন্দেহপ্রবন হওয়া, আত্মতুষ্টি এবং বাধানিষেধ মানায় অসঙ্গতি, সংক্রমণ আরও বাড়িয়ে তুলতে পারে এবং আরও বহু জীবন কেড়ে নেবেI
তিনি বলেন, ভ্যাকসিন সংক্রমণের বিরুদ্ধে এক বড় হাতিয়ার হতে পারে, তবে তা একমাত্র উপায় নয়I

গেব্রেসাস আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সীমাহীন লকডাউন দেখতে চায় না, চায় সমাজের কাজকর্ম শুরু হোক, অর্থনীতি চালু হোক এবং লোকজনের জন্য আবারও ভ্রমণ শুরু হোক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন