ফ্রান্সের প্রধানমন্ত্রীসহ ৫ মন্ত্রীর বিরুদ্ধে মামলা

  18-06-2021 10:44AM


পিএনএস ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স-সহ পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন দেশটির কয়েকজন পরিবেশকর্মী।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। বুধবার প্যারিসের একটি আদালতে মামলা করেন তারা। খবর এএফপি’র।

মামলা প্রসঙ্গে ফ্রান্সের একজন সংসদ সদস্য এবং পরিবেশকর্মী পিয়েরে লারোটুরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কীভাবে জলবায়ুর অবস্থা কেবল খারাপের দিকেই যাচ্ছে।
যেন দৈত্যটি (জলবায়ু দূষণ) স্রষ্টার কাছ থেকে পালিয়ে বেঁচে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রীরা এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না, কারণ তারা সরাসরি এর কোনো ফল ভোগ করছেন না।’

পিয়েরে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কোনো শাস্তির জন্য এ মামলা করিনি।’

জলবায়ুবিষয়ক বিল পুনর্বিবেচনায় বাধ্য করতেই এ মামলার উদ্দেশ্য বলে জানান তিনি। পরিবেশবিষয়ক মামলা সংশ্লিষ্ট সমাজকর্মী ডিওন বলেন, ‘পরিবেশকে বাঁচাতে মামলাই হচ্ছে অহিংস কৌশল-যাতে দেরিতে হলেও কাজ হয়।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন