যে কারণে জেফ বেজোস ও রিচার্ড ব্র্যানসন নভোচারী নন

  24-07-2021 03:58PM



পিএনএস ডেস্ক: ধনকুবের জেফ বেজোস ও রিচার্ড ব্র্যানসন মহাকাশে ঘুরে এলেও তারা নভোচারী তকমা এখনই পাচ্ছেন না। দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশেনের তথ্য অনুযায়ী, নভোচারীদের অবশ্যই ফ্লাইট ক্রুর অংশ হতে হবে এবং মহাকাশযানের সুরক্ষায় অবদান থাকতে হবে। এর ফলে ওই দুই ধনকুবের যুক্তরাষ্ট্র সরকারের নভোচারী খেতাব এখনই পাচ্ছেন না।

মঙ্গলবার কমার্শিয়াল অ্যাস্ট্রোনাট উইংসের প্রোগ্রাম আপডেট করা হয়। ওই দিনই অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ব্লু অরিজিন রকেটে মহাকাশে যান। ব্র্যানসন গিয়েছিলেন গত ১১ জুলাই।


নতুন সংজ্ঞার বিষয়বস্তু ব্যাখ্যা করে এফএএ বিবৃতিতে বলেছে, মহাকাশে ঘুরে আসা জেফ বেজোস এবং স্যার রিচার্ড ব্রানসন ৫০ মাইলের এই নিয়ম মানলেও তারা ওই ফ্লাইটের ক্রু ছিলেন না এবং নতুন নির্ধারিত অন্যান্য শর্তও তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই নতুন নিয়মে তারা মহাকাশচারী নন। সূত্র : বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন