করোনা অব্যবস্থাপনার বিরুদ্ধে উত্তাল যেসব দেশ

  25-07-2021 11:18AM



পিএনএস ডেস্ক: করোনা সংক্রমণ রোধে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, অর্থনৈতিক সঙ্কট, বিধি-নিষেধের বেড়াজালের বিরুদ্ধে বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে বিক্ষোভ।

ব্রাজিলে প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে। মহামারি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে চলতি মাসেই দেশটিতে দ্বিতীয়বারের মতো আন্দোলনে মাঠে নেমেছে জনগণ।

এছাড়াও মেক্সিকোতে মহামারি শুরুর পর ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেয়ায় রাস্তায় নেমেছেন শত শত মানুষ। দেশটিতে ক্যান্সারের কারণে প্রতি বছর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু হলেও করোনা শুরুর পর এই রোগের চিকিৎসায় তীব্র অব্যবস্থাপনা দেখা গেছে।

এর সাথে করোনা বিরোধী বিক্ষোভে যোগ হয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, গ্রিসসহ আরও বেশ কয়েকটি দেশে। এদিকে, ফ্রান্সে টিকা নিয়ে ভ্রমণের অনুমতিপত্র সংগ্রহের মতো আইনের বিরুদ্ধে দেড় লাখের বেশি মানুষ আন্দোলনে নেমেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন