ইরানের ১৬ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

  18-04-2024 09:45PM

পিএনএস ডেস্ক: গত সপ্তাহান্তে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানের মনুষ্যবিহীন যান উৎপাদনকে লক্ষ্য করে বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ড্রোন উৎপাদনে সক্ষম এমন ১৬ ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের শাহেদ ভ্যারিয়েন্ট ইউএভি (ড্রোন) রয়েছে। গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলায় ইরান এই ড্রোন ব্যবহার করেছিল।

এর আগে বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারাও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের সিদ্ধান্ত নেন। এদিকে যুক্তরাজ্যও ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সেই নিষেধাজ্ঞার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
তেহরান বলছে, ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে তারা ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল বলেছে, তারা ইরানের হামলার ঘটনায় প্রতিশোধ নেবে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ডের একজন সিনিয়র কমান্ডার বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলি হুমকির পর ইরান তার ‘পারমাণবিক মতবাদ’ পর্যালোচনা করবে। সূত্র: আল জাজিরা

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন