মেক্সিকোয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৮

  29-04-2024 08:33PM

পিএনএস ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (২৮ এপ্রিল) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির উপকন্ঠে এই দুর্ঘটনা ঘটে।

বাসটি মেক্সিকোর মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যের সান লুইস দে লা পাজ থেকে মেক্সিকো সিটির দক্ষিণে চালমা অভয়ারণ্যের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

গুয়ানাজুয়াতো রাজ্যের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর বাকি চারজনের মৃত্যু হয়।

মেক্সিকো ও গুয়ানাজুয়াতোর রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস বলেছে, তারা দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা করছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন