আগামী ২০ অক্টোবর থেকে রাজশাহীতে তিনদিন ব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা

  15-10-2016 11:56AM

পিএনএস, রাজশাহী: আগামী বৃহস্পতিবার (২০অক্টোবর) থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের রাজশাহী জেলা ইজতেমা। রাজশাহী মহানগরীর হযরত শাহ মখদুম ঈদগাহ ময়দানে তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এ ইজতেমার প্রস্তুতি এগিয়ে চলেছে ।

ইজতেমাকে সামনে রেখে পুরো ঈদগাহ ময়দান জুড়ে তৈরী হচ্ছে বাঁশ-চটের প্যান্ডেল। ইতোমধ্যে পদ্মা নদীর পাড়ে শতাধিক টয়লেট নির্মানের কাজ পুরোদমে শুরু হয়েছে। ময়দানের পশ্চিমের দিঘীতে ইতোমধ্যেই নির্মান শেষ হয়েছে আগত মুসল্লীদের অজু-গোসলের জন্য্ ঘাট তৈরির কাজ।

ময়দানের প্রান্ডেলের কাজে নিয়োজিত জামাতের জিম্মাদার হাজী খলিরূর রহমান জানান, প্যান্ডেল তৈরীর কাজ গত এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে। কয়েকদিনের ভারী বর্ষনে কাজের কিছু বিঘ্ন ঘটেছে। তবে কয়েকদিন থেকে আবহাওয়া ভাল থাকায় সব কাজ এগিয়ে চলেছে। প্যান্ডেল ও আশেপাশে জুড়ে বিদ্যুতের লাইন সহ মাইক ও পানির লাইনেরকাজ দু-একদিনের মধ্যেই শুরু হবে ইনশ্আল্লাহ্।

রাজশাহী মারকাজের একজন জিম্মাদর হাজী কাসেম আলী জানান, এবারে যেহেতু টঙ্গী বিশ্ব ইজতেমায় রাজশাহী জেলা অংশ গ্রহণ নাই সেকারনে কাকরাইলের ফাইসালা অনুযায়ী রাজশাহীতে আঞ্চলিক ইজতেমা হচ্ছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন