টুপি ছাড়া নামায আদায় হবে কি?

  23-11-2016 02:47PM

পিএনএস ডেস্ক: ইসলামের গুরুত্বপূর্ণ রোকন হলো নামায। প্রত্যেক মুসলমানের উপর নামাযকে ফরজ করা হয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানি না, টুপি ছাড়া সালাত আদায় হয় কি না? কেউ হয়তো টুপি পড়া ওয়াজিব শুনেছেন, কেউ শুনেছেন সুন্নাত। অনেকেই অনেকরকম শুনেছি। আসুন এবার জেনে নেওয়া যাক এর সমাধান?

মূলতঃ টুপি সহ সালাত আদায় করা সুন্নাত; ওয়াজিব নয়। অবশ্য অলসতাবশে কেউ টুপি ছাড়া সালাত আদায় করলে তা মাকরূহ বলে বিবেচিত হবে। তথাপি টুপি ছাড়া সালাত আদায় করলে তা আদায় হয়ে যাবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন