যে গোনাহ থেকে বেঁচে থাকা জরুরি

  23-01-2017 02:46AM

পিএনএস, ইসলাম: শিরক মারাত্মক অপরাধ। শিরকের ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। মানুষ যেন শিরকমুক্ত থাকতে পারে; এ জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল এবং আসমানি কিতাব প্রেরণ করেছেন।
ইসলামের দাবি হলো মানুষ কোনো অবস্থাতেই আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করবে না। আল্লাহ তাআলা শিরকের
হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কেউ একটি নেক আমল করলে এর বিনিময় তাকে দশগুণ বা আরো বেশি (ছাওয়াব) দিবো।
কেউ যদি একটি গোনাহ করে তাহলে এর বিনিময় কেবল একটি গোনাহ (লিখা) হবে বা আমি তাকে ক্ষমা করে দিবো।
আর কেউ যদি আমার কাছে পৃথিবী সমান গোনাহসহ উপস্থিত হয় এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকে, তাহলে আমিও ঠিক পৃথিবী সমান ক্ষমা নিয়ে তার কাছে এগিয়ে যাবো। (বুখারি, মুসলিম, মুসনাদে আহমদ)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর সঙ্গে শরিক করার মতো ভয়াবহ গোনাহ থেকে হিফাজত করুন। শিরকমুক্ত ঈমান লাভের তাওফিক দান করুন।
আমিন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন