৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়লো প্রথম হজ ফ্লাইট

  24-07-2017 09:01AM

পিএনএস ডেস্ক: চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে। সোমবার সকাল ৭টা ৫৫মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১০১১) ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ফ্লাইটটি জেদ্দা বিমান বন্দরে পৌঁছবে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করবেন। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জনকে এবং বাকিদের সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে। বিমানের ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

প্রত্যেক যাত্রী বিনামূল্যে সর্বাধিক দুটি ব্যাগ ও একটি হাতব্যাগ বহন করতে পারবেন। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে দুটি ব্যাগের ওজন ৫৬ কেজির বেশি হতে পারবে না। অন্যদের ক্ষেত্রে দুটি ব্যাগের ওজন ৪৬ কেজির বেশি হতে পারবে না।

জানা গেছে, দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৪৬টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ২৮৩টি ‘ডেডিকেটেড’এবং ৬৩টি শিডিউল ফ্লাইট। ২৪ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মোট ১৭৭টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১৪৪ এবং শিডিউল-৩৩)। হজযাত্রীদের দেশে ফিরতে ১৬৯টি ফ্লাইট চলবে ৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (ডেডিকেটেড-১৩৯ এবং শিডিউল-৩০)।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন