৪ শিশু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ

  24-10-2016 08:47PM

পিএনএস: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে আরও দুই জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখে কারাগারে থাকা সকল আসামিকে হাজির করা হয়।
সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, মামলায় ৫৯ জন সাক্ষী রয়েছেন। এখন পর্যন্ত যথাযথভাবেই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান জানান, সাক্ষীরা আদালতে শেখানো কথা বলছেন।

উলে¬খ্য, গত ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় চার শিশুকে অপহরণ করা হয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে খালের পাশে বালুমিশ্রিত মাটির নিচে ওই চার শিশুর মৃতদেহ পাওয়া যায়। গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের তৎকালীন ওসি মুক্তাদির হোসেন এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন