জৈরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

  01-12-2016 05:39PM

পিএনএস: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট জেনারেল হাসপাতাল থেকে আনোয়ার হোসেন পাশা নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে মাদারীপুর র্যা ব-৮ এর সদস্যরা। গতকাল রাত ৮ টার দিকে ভুয়া চিকিৎসককে আটক করে দেড় বছরের কারাদন্ড দিয়েছে মাদারীপুর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজী আকতার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, র্যা ব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের জেনারেল হাসপাতাল (প্রা.) ও জননী ডায়াগনিস্টিক সেন্টারে একজন প্যারা মেডিক্যাল চিকিৎসক এমবিবিএস ডাক্তার এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞ সেজে রোগীকে ভুল চিকিৎসা দিয়ে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে রোগী সেজে ভুয়া ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে হাতে নাতে আনোয়ার হোসেন পাশাকে র্যা ব-৮ এর সদস্যরা আটক করে।

আটক আনোয়ার হোসেন পাশা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মালিহাটা এলাকার আকবর হোসেনের ছেলে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন