ক্ষেতলালে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

  09-12-2016 05:42PM

পিএনএস:জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দৌলতপুর গ্রামের দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর আজ শুক্রবার বিকেলে তাদেরকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ওই গ্রামের মৃত ছামেদ মণ্ডলের ছেলে কাদের মণ্ডল (৫৫) ও মুক্তার খানের ছেলে ছবুর খান (৩০)।

তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধারের পর তা ধ্বংস করা হয়।

জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা দৌলতপুর গ্রাম ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি ও সেবন করে আসছিলেন। আজ শুক্রবার তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ৯ মাসের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় সেখানে র্যা ব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানান, ওই দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটকের পর তাদেরকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এলাকায় তারা মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন