আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে আনিকার স্বামী

  12-01-2017 09:12PM

পিএনএস : রাজধানীর দারুস সালামে দুই সন্তানকে হত্যার পর আনিকা বেগমের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার স্বামী শামীম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আলোচিত এ ঘটনার মামলায় শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আদেশ দেন।

আদালতে শামীমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানিয়েছেন আদালত পুলিশের এসআই মিজানুর রহমান।

গত বুধবার আনিকার মা নাদিরা বেগম জামাতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দারুস সালাম থানায় এ মামলা করেন।

এরপর শামীমকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে বুধবারই দুই দিনের রিমান্ড চান এসআই নওশের আলী। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মহানগর হাকিম প্রণব কুমার হুই শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখেছিলেন।

পুলিশের হাতে আটক সেলুন দোকানের কর্মী শামীম স্ত্রী আনিকাকে গালাগাল করার কথা স্বীকার করেছেন।

গোপালগঞ্জের শামীমের সঙ্গে ঘরে বাঁধা নওগাঁর আনিকা মঙ্গলবার তার স্বামীর অনুপস্থিতিতে ঘরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বটি এবং আনিকার লেখা ‘আত্মহত্যার চিরকূট’ পাওয়ার কথাও জানান পুলিশ কর্মকর্তারা।
ঘটনার সময় শামীম সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় ছিলেন। ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন