পিলখানা থেকে নারায়ণগঞ্জ: মৃত্যুদণ্ডের নজির

  16-01-2017 02:55PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের বিচারাঙ্গনে পিলখানা হত্যা মামলার রায়ের পর আরও একটি নজির সৃষ্টি হলো নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ে। পিলখানা হত্যাকাণ্ডের দায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর একসঙ্গে ১৫২ জনকে ফাঁসির দণ্ড দিয়েছিলেন ঢাকার একটি বিশেষ আদালত। একই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল আরও ১৬১ জনকে। সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় আরও ২৫৬ জনকে।

বাংলাদেশের বিচারাঙ্গনের ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী রায়। যে রায়ে একসঙ্গে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাদের একজন ছাড়া আর সবাই ছিল তৎকালীন বিডিআরের সদস্য।

বিশ্লেষকরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ও একটি নজিরসৃষ্টিকারী রায়। যেখানে একসঙ্গে ২৬ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পিলখানা হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্তরাও ছিল দেশের সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বে নিয়োজিত তৎকালীন বিডিআর’র সদস্য।

২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দফতরের ভেতরে এক বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৪ জন নিহত হন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন