১৪ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ

  27-02-2017 12:09PM

পিএনএস ডেস্ক: রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১৪ মার্চ হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার আদালতে বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। বেগম জিয়া আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

জানা যায়, খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন