কুনিও হোশি হত্যায় ৫ জনের ফাঁসি

  28-02-2017 11:22AM

পিএনএস ডেস্ক: রংপুরের আদালতে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার দায়ে ৫ জনের ফাঁসির আদেশ। এক আসামিকে খালাস দিয়েছে আদালত। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারিতে গুলিতে নিহত হন হোশি কুনিও। এ ঘটনায় মামলা দায়ের করেন কাউনিয়া থানার পরিদর্শক রেজাউল করীম। আরেক পরিদর্শক আব্দুল কাদের জিলানি ঘটনার রহস্য উন্মোচন করে আট জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

গত বছরের ৭ আগস্ট আদালত তা গ্রহণ করে। হত্যাকাণ্ডের ১৫ মাসের মধ্যে শেষ হচ্ছে এ মামলার বিচার। এ মামলায় ৫৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। মামলায় অভিযুক্ত আট আসামির মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, ইছাহাক আলী, আবু সাঈদ, লিটন মিয়া ও সাখাওয়াত হোসেন গ্রেপ্তার আছেন। দুই আসামি বাইক হাসান রাজশাহীতে ও সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পলাতক আছেন আরেক আসামি বিপ্লব।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন