এরশাদের দণ্ড হওয়া দুর্নীতি মামলার আপিলের রায় আজ

  23-03-2017 09:28AM


পিএনএস: দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আপিলের রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

গত ০৯ মার্চ আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মোহম্মদ রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।

১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি নিম্ন আদালত ওই মামলায় এরশাদকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন।

রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার সামগ্রী কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় এই মামলা দায়ের করে। মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছিল।

পরবর্তী সময়ে দুদকের পক্ষ থেকে দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হলে গতবছর ৩০ নভেম্বর থেকে শুনানি শুরু হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন