‘বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা নন’

  18-05-2017 09:12PM

পিএনএস ডেস্ক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা স্বাধীন না। বিচারকরা নিয়ন্ত্রণাধীন। কিছু রুলস আছে এথিক্স আছে এর বাইরে বিচারকরা যেতে পারেন না। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা বার সমিতি মিলনায়তনে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের উপর আস্থা রাখলে দেশে অন্যায়-দুর্নীতি অনেক কমে যাবে। যত ক্ষমতাধর রাষ্ট্র হোক, যত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানই হোক আইনের কাছে সে মাথা নত করে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমন কি বিচারকরাও আইনের ঊর্ধ্বে নন।

তিনি বলেন, মানবসভ্যতার চাবিকাঠি হচ্ছে ন্যায় বিচার। একটি জাতির মানদণ্ড বিচার হয় সে দেশের বিচার ব্যবস্থার উপর। একটি দেশের সভ্যতা নিরূপণ হয় সে দেশের বিচার ব্যবস্থা কত উন্নত তার উপর। এই প্রতিষ্ঠানে যেই থাকুক তার উপর সম্মান রাখা মানে সংবিধানের উপর সম্মান রাখা।


টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু রায়হান খান, সাবেক সভাপতি কেএম আব্দুস সালাম প্রমুখ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন