আদিবাসী নারীকে ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন

  11-06-2017 06:47PM

পিএনএস: জেলার এক আদিবাসী নারীকে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহীর মোড়ের আরিফুল ইসলাম এবং একই ইউনিয়নের আন্ধনীপাড়ার জিয়ারুল। বাদীপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট আঞ্জুমান আরা ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম মোস্তাফা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ নভেম্বর সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহীর জুগিডাং গ্রামের বাবলু মূর্মূর স্ত্রী শান্তনা হাঁসদা দুই শিশু নিয়ে তার শয়নকক্ষে ঘুমিয়েছিল। রাত প্রায় সাড়ে ১১টার দিকে তার শয়নকক্ষের দরজা ধাক্কা মেরে জোর করে ভেতরে প্রবেশ করে। এ সময় আসামিরা হাঁসদার মুখ চেপে ধরে পাশের আরমানের আমবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শান্তনা হাঁসদা মামলা করলে তদন্তকারী কর্মকর্তা গত ২০১৫ সালের ২২ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণাদি শেষে হাকিম আরিফুল ইসলামকে ও জিয়ারুলকে সশ্রম যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের বিনাশ্রম দণ্ডাদেশের রায় দেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন