সাদেক হোসেন খোকার বিচার শুরু

  14-08-2017 01:50AM

পিএনএস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলয় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এই অভিযোগ গঠন করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা সিটি করপোরেশনের সার্ভেয়ার মোতালেব হোসেন, ফারুক হোসেন, বাচ্চু মিয়া, কানুনগো মো. আলী, সাবেক সম্পত্তি কর্মকর্তা শাহাবুদ্দিন সাবু ও মোহসীন উদ্দিন মোড়ল।

দুদকের সরকারি কৌঁসুলি মোশারফ হোসেন কাজল জানান, অভিযোগ গঠনের সময় আসামিরা অব্যাহতির আবেদন করলে বিচারক তা নাকচ করে দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকা সিটি করপোরেশনরে মালিকানাধীন ঢাকা ট্রেড সেন্টারের বেজমেন্টে আসামিরা পরস্পর যোগসাজশে নিয়মের বাইরে বেশকিছু দোকান বরাদ্দ দেন।

দোকান বরাদ্দে এই অনিয়মের ঘটনায় ২০১৪ সালের ২৪ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর খোকাসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন