আপন জুয়েলার্সের মালিক দিলদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  23-10-2017 09:18PM

পিএনএস ডেস্ক : মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষে নিয়মমতো হাজিরা না দেয়ায় ঢাকা মহানগর হাকিম নূর নবী এ পরোয়ানা জারির আদেশ দেন। আদালত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে ওই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন বলে অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান।

এর আগে রোববার আপন জুয়েলার্সের অপর দুই মালিক দিলদারের ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিন।

প্রসঙ্গত, বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চলতি বছরের মে মাসে দিলদারের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে মামলা হওয়ার পর তার পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্সের স্বর্ণ চোরাচালানের অভিযোগের বিষয়ে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন