‘এসকে সিনহাই প্রধান বিচারপতি’

  09-11-2017 02:35AM

পিএনএস ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত তিনিই প্রধান বিচারপতি।

বুধবার সুপ্রিম কোর্ট ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জয়নুল আবেদীন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, ‘প্রধান বিচারপতি সুস্থ থাকা সত্ত্বেও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে অসুস্থ বলে জোর করে ছুটিতে পাঠিয়েছে। এর পেছনের কারণ তিনি ষোড়শ সংশোধনীর রায় দিয়েছেন। এ রায় না দিলে তাকে অসুস্থ হতে হতো না এবং বিদেশে যেতে হতো না।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার পূর্বে খোলা চিঠিতে বলেছেন, আমি অসুস্থ নই, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি চলে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি না। আমি আবার দেশে ফিরে আসব। আমরা মনে করি তিনি (এসকে সিনহা) যেখানে থাকুক পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত তিনিই বাংলাদেশের প্রধান বিচারপতি।’

জয়নুল আবেদীন আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেল বলেছেন, প্রধান বিচারপতি (এসকে সিনহা) আদালতে বসলে আদালত অবমাননা হবে। অ্যাটর্নি জেনারেল হয়ে তিনি এসব কথা বলতে পারেন না। তার এই ধরনের বক্তব্য বিচার বিভাগের পরিপন্থী।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সহ-সম্পাদক শামীমা নাসরিন দিপ্তী প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন