আশুলিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

  15-11-2017 04:27PM

পিএনএস ডেস্ক : সাভারের আশুলিয়ায় পারিবারিক বিবাদের জের ধরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মজনু মিয়াকে ফাঁসির আয়েছেন দিয়েছেন আদালত।

বুধবার(১৫নভেম্বর) ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মজনু মিয়া জামালপুর জেলার মাদারগঞ্জের রহিস উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, মজনু ও ফাইমা আক্তার আশুলিয়ার বাইপাইলে এক ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন। পারিবারিক বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। এরই এক পর্যায়ে গত বছরের ১৩ অক্টোবর মজনু বটি দিয়ে ফাইমাকে গলা কেটে হত্যা করে। ওই ঘটনার পর ফাইমার মা ফাতেমা বেগম আশুলিয়া থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

গত ১৪ জুন আদালত অভিযোগ গঠন করে আসামির বিচার শুরুর পর বাদীপক্ষের মোট ১২ জনের সাক্ষ্য শুনে বুধবার আদালত রায় দেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন