আলালকে কারাগারে প্রেরণ

  25-02-2018 03:50PM


পিএনএস ডেস্ক: রিমান্ড ও জামিন আবেদন দুটিই নাকচ করে বিএনপির যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে পল্টন থানার একটি মামলায় পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে তা নাকচ করে আলালকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বাইরে বের হওয়ার সময় ভবনটির ফটক থেকে এই বিএনপি নেতাকে আটক করে পুলিশ।

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) সিদ্দিকুর রহমান জানান, নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই আলালকে আটক করা হয়েছে।

কী কারণে বা কোন অভিযোগে বিএনপির এই নেতাকে আটক করা হয়েছে সে সম্পর্কে পরে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, শনিবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। জলকামান থেকে পানি নিক্ষেপ, লাঠিচার্জ ও ধর পাকড়ের কারণে কর্মসূচিতে দাঁড়াতেই পারেনি বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকে অন্তত ৩০ জন নেতাকর্মী আটক হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন