খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে দুদকের আবেদন

  13-03-2018 10:55AM

পিএনএস ডেস্ক: খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করেছে। মঙ্গলবার সকাল ১০টায় দুদক( দুর্নীতি দমন কমিশন) এই আবেদন করেছে।

দুদকের প্রতিক্রিয়ার বিষয়টি সোমবার জামিন মঞ্জুর হওয়ার পরই আঁচ করা গিয়েছিল। কেননা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে আটক খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের চার মাসের জামিন আদেশ ঘোষিত হওয়ার পরই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন দুদকের (দুর্নীতি দমন কমিশন) আইনজীবী খুরশিদ আলম।

আদালতের এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ও জামিনের আদেশ স্থগিত চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমরা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে হাইকোর্টে শুনানি করেছি। কিন্তু শুনানি নিয়ে আদালত তাকে চার মাসের জামিন আদেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ আদেশের বিরুদ্ধে আমরা অসন্তুষ্ট হয়েছি। এখন আমরা এই আদেশের বিরুদ্ধে আগামীকাল লিভ টু আপিল দায়ের করবো। একই সঙ্গে আজকের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে যাবো।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবীরা।

২০ ফেব্রুয়ারি হাইকোর্টে এই মামলার আপিল আবেদনে ৪৪টি যুক্তি তুলে ধরেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত শুনানি শেষে ১৫ কার্য দিবসের মধ্যে মামলার নথি তলব করেন। নিম্ন আদালত থেকে সেই নথি ১১ মার্চ রবিবার দুপুরের পর উচ্চ আদালতে এসে পৌঁছায়। তবে এদিনই জামিন বিষয়ে আদেশ ঘোষণার পূর্ব নির্ধারিত তারিখ নির্ধারিত ছিল আদালতের।

এদিন সকালে আদালত যথারীতি বসলেও নথি পর্যালোচনার জন্য আদেশ ঘোষণা আরও একদিন পিছিয়ে আজ সোমবারের তারিখ নির্ধারিত করেন। সে অনুযায়ী আজ দুপুরে আদালত এ আদেশ ঘোষণা করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন