চেয়ারম্যানের ১৪ বছর জেল

  09-05-2019 10:31PM

পিএনএস ডেস্ক : অস্ত্র মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এসময় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খোন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে বসতবাড়ি থেকে অস্ত্রসহ আটক হন জাহাঙ্গীর। ওই মামলায় (যার নং ১৫৮/১৭) দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। আদেশের পর পরই আসামি জাহাঙ্গীরকে কারাগারে নেয়া হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ অনুষ্ঠিত পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন জাহাঙ্গীর আলম। ওই নির্বাচনে বিপুল ভোটে তিনি বিজয়ী হন। পাশাপাশি তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন