পা হারানো রাসেলকে আরও ৫ লাখ টাকা দিলো গ্রিনলাইন

  29-07-2019 01:49PM

পিএনএস ডেস্ক: গ্রিনলাইন পরিবহনের চাপায় পা হারানো রাসেল সরকারকে প্রথম কিস্তির ৫ লাখ টাকা পরিশোধ ক‌রে‌ছে বাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে আগামী ১৫ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। সেইসাথে, রা‌সেল সরকার‌কে প্রতি মা‌সে কি‌স্তির বাকি টাকা যথাসময়ে প‌রি‌শোধ করার নির্দেশ দিয়েছেন হাই‌কোর্ট।

সোমবার (২৯ জুলাই) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে গ্রিন লাইনের পক্ষে শুনানি করেন নতুন আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রিটের পক্ষে ছিলেন খন্দকার সামসুল হক রেজা ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আলম মাহমুদ বাশার।

এর আগে গ্রিন লাইনের আইনজীবী থেকে নাম প্রত্যাহার করে নেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।

গত ২৫ জুন প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে বাকী ৪৫ লাখ টাকা গ্রিন লাইন কর্তৃপক্ষকে বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে পরিশোধ করতে বলেন হাইকোর্ট।

প্রতি মাসের ৭ তারিখের মধ্যে টাকা পরিশোধ করে প্রতিমাসের ১৫ তারিখে তা আদালতকে জানাতে বলা হয়। কিন্তু প্রথম কিস্তির টাকা এখনও পরিশোধ করেনি গ্রিনলাইন কর্তৃপক্ষ।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন