আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল

  05-12-2019 10:34AM


পিএনএস ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট জমা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের সময় আবেদন মঞ্জুর করায় আদালতে হট্টগোল শুরু করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপি নেত্রীর জামিন ছাড়া এজলাস না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে, বিএসএমএমইউ কর্তৃপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এজলাস ত্যাগ করেছেন বিচারকরা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিল বিভাগের আদেশের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। তবে জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া আগে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন চেয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কিন্তু আজ নির্ধারিত দিনে এসে আদালতে রিপোর্ট দেয়ার বিষয়ে সময় চায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করলে এজলাসে হট্টগোল শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন