পিকে হালদারের বিরুদ্ধে প্রতারণার মামলা

  04-04-2021 07:03PM

পিএনএস ডেস্ক : এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদারসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মোহাম্মদ আবদুল আলীম চৌধুরীর পক্ষে মামলা দায়ের করেন শোয়েব রশিদ নামের এক ব্যক্তি।

মামলায় অন্য আসামিরা হলেন, ঢাকার বনানী এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪৫), উত্তরার মো. সিদ্দিকুর রহমান (৫২), তেজগাঁওয়ের উজ্জ্বল কুমার নন্দী (৪১) ও পিরোজপুরের কৃষ্ণনগরের রতন কুমার বিশ্বাস (৫৪)। বাদীপক্ষের আইনজীবী রাসেল সরকার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

রাসেল সরকার জানান, ব্যবসায়ী মোহাম্মদ আবদুল আলীম চৌধুরী কক্সবাজারের হোটেল রেডিসন ব্লুর ৬০ হাজার ৮০০ শেয়ার পিকে হালদারকে বিক্রি করেন। পিকে হালদার ব্যাংক থেকে ঋণ নিয়ে ছয় মাসের মধ্যে শেয়ারের টাকা পরিশোধ করবেন বলে আবদুল আলীম চৌধুরীর সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করলেও শেয়ার ফিরিয়ে দেননি পিকে হালদার। দীর্ঘদিনেও পিকে হালদারের কাছ থেকে টাকা অথবা শেয়ার উদ্ধার করতে পারেননি তিনি।

আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে আগামী ২৬ জুনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন