হাবিব-উন নবী খান সোহেলের আত্মসমর্পণ

  09-10-2016 11:09AM


পিএনএস: বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল নাশকতার ৪১ মামলায় আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেছেন।

রোববার ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন তিনি।

সোহেলের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লা মিয়া জানান, নাশকতার ৪১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে। ওই জামিন আবেদনের ওপর আজই শুনানির কথা রয়েছে।

এর আগে সকালে হাবিব-উন নবী খান সোহেলের আত্মসমর্পণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন