আ.লীগের সম্মেলনে বি.চৌধুরী

  22-10-2016 11:21AM




পিএনএস: দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

সম্মেলনের প্রথম দিক শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি সম্মেলনস্থলে আসেন। এসময় তার সঙ্গে বেশ কয়েকজন নেতাকর্মীও আছেন।

এছাড়া সম্মেলনস্থলে এসেছেন বেসামরিক বিমান পর্যটন মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহমান খান, ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাপা নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ অনেকে।

আওয়ামী লীগের ২০তম সম্মেলনে আসতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে দলটি। শুধুমাত্র একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানো হয়নি।

আওয়ামী লীগের সম্মেলনে প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ করবে কিনা বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে আছে। সম্মেলনে আসার আমন্ত্রণপত্র পাওয়ার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দলীয় ফোরামে আলোচনা করার পরই সম্মেলনে যাওয়ার না যাওয়ার বিষয়টি জানানো হবে। তবে গতকাল দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা তাদের সম্মেলন শুভ হোক এই কামনাই করি। পরিস্থিতি অনুকূলে থাকলে সম্মেলনে আমাদের অংশগ্রহণ থাকবে।

রাজনীতিবিদ ছাড়াও আওয়ামী লীগের সম্মেলনে দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত, খ্যাতনামা বুদ্ধিজীবী এবং সাংবাদিকদেরকেও আমন্ত্রণপত্র দেয়া হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন