ইন্দোনেশিয়ায় নতুন রাষ্ট্রদূত আজমল কবির

  24-10-2016 10:20PM

পিএনএস: মেজর জেনারেল আজমল কবিরকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছে সরকার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মেজর জেনারেল আজমল কবির ১৯৮৩ সালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন। মিলিটারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্কুল অব ইনফেনন্ট্রি ট্যাকটিসে তিনি ইনস্ট্রাক্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু সেতুতে ১০ রিভার ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন এবং ৯৮ কম্পোজেট ব্রিজ কমান্ড করেছেন।

মেজর জেনারেল আজমল কবির গাজীপুরে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির কমান্ডড্যান্ট এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি জাতিসংঘের তিনটি মিশন যথাক্রমে বসনিয়া-হার্জেগোভিনিয়া, পূর্ব তিমুর এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেছেন।

আজমল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েশন লাভ করেন। বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত আজমল কবির এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন