রোহিঙ্গা ইস্যুতে হাসিনা-সূ চি দুজনই ব্যর্থ: দুদু

  30-11-2016 02:55PM


পিএনএস: নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের সমস্যা সমাধোনের ক্ষেত্রে অং সান সু চি এবং শেখ হাসিনা দুজনই ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত মায়ানমারে রোহিঙ্গা গণহত্যার বন্ধের দাবিতে এক মানববন্ধনে তিনি এ দাবি করেন।

শামসুজ্জামান দুদু বলেন, মায়ানমারের ক্ষমতাসীন নেত্রী অং সান সু চি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে গণতন্ত্রের দাবিদার নেত্রী হলেও রোহিঙ্গা ইস্যুতে মানবতার ক্ষেত্রে দুজনই ব্যর্থ, তারা ফেল করেছেন।

তিনি বলেন, সু চির নোবেল পুরষ্কার পরিহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শান্তির ক্ষেত্রে যে নেত্রী নোবেল পুরষ্কার পেয়েছে মানবতার ক্ষেত্রে তিনি আজ ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অনতিবিলম্বে বর্ডার খুলে দিয়ে তাদেরকে শরনার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন। ঠান্ডা মাথায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নিন। রোহিঙ্গা ইস্যুতে ‘বাংলাদেশের অবস্থান সঠিক’ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বুম বার্নিকাটের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,মানবাধিকার পরিষদের মহাসচিব আ স ম মোস্তফা কামাল প্রমখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন