ডোন্ট ডিস্টার্ব মি : এরশাদ

  06-12-2016 08:46AM


পিএনএস ডেস্ক: ৬ ডিসেম্বর ‘স্বৈরাচার পতন’ দিবস হিসেবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল পালন করলেও হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ‘গণতন্ত্র দিবস’ হিসেবে দিনটি পালন করে।

সেনা অভ্যুথানের মধ্যে দিয়ে ক্ষমতায় আসেন এরশাদ। গণতান্ত্রিক সরকারের মেয়াদের থেকেও বেশি সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তিনি। সেই সময়ে জনগণ নিজের গণতান্ত্রিক অধিকার ও সরকারের দেওয়া নানা নিয়মের দেয়াল ভাঙ্গার আন্দোলনে রাজপথে নেমে আসেন। সফল হয় দেশের জনগণ। আলোর মুখ দেখে দেশের গণতন্ত্র।

‘স্বৈরাচার পতন’দিবস ও জাতীয় পার্টির ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে পরিবর্তন ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে।

তার কাছে জানতে চাওয়া হয়, স্বৈরাচার বিরোধী আন্দোলন কি সফলতার মুখ দেখেছে? প্রশ্ন শেষ হবার আগেই হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, ‘ডোন্ট ডিসটার্ব মি।’এর পরই মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করেন দেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন