রাজধানীতে বিশাল শোডাউনের প্রস্তুতি বিএনপির

  26-03-2017 03:29PM


পিএনএস: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত র‌্যালিতে যোগ দিতে হাতি ঘোড়া নিয়ে বর্ণাট্য র‌্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

এ উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা।

রবিবার তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে এ বর্ণাট্য র‌্যালি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে আবার দলের কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

র‌্যালিতে সম্মুখে থাকবেন ছাত্রদল ও মহিলা দলের নেত্রীরা। এরপরে থাকবেন দলের সিনিয়র নেতারা।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি কার্যালয়ের সামনে হাতি, ঘোড়ার গাড়ি সাজিয়ে আনা হয়েছে। একই সাথে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একধরনের উৎসবমুখর ভাব সৃষ্টি হয়েছে।

ঘোড়ার গাড়ি ও ছোট ছোট পিকআপ ভ্যান সাজিয়ে ইতিমধ্যেই কার্যালয়ের সামনে উল্লাস করছেন দলের নেতাকর্মীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢোল বাজনা বাজিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

বিএনপির এই ব্যতিক্রমী স্বাধীনতা দিবসের আয়োজনে রাজধানীর প্রতিটি ওয়ার্ড এবং থানাসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিবে বলেও জানা গেছে।

নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়েছে। এতে কাকরাইল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির র‌্যালিকে ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন