জঙ্গি দমনে ফের জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

  27-03-2017 08:40AM


পিএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তা না হলে এসব বন্ধ হবে না।

তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে আসছিলাম, এ সমস্যা জাতীয় সমস্যা। এটিকে মোকাবেলা করতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রবিবার ৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভযাত্রা পূর্বের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাকও দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সে ডাকে সাড়া দেয়নি।

তিনি বলেন, দেশে যে বিদ্যমান সংকট আছে তা থেকে উত্তরণ লাভের একমাত্র পথ আলোচনার আবহ তৈরি করা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।

সাম্প্রতিককালে বিএনপি রাজধানীতে সভা-সমাবেশের অনুমতি না পেলেও এই আয়োজন ছিল ব্যতিক্রম।

আইনশৃঙ্খলা বাহিনী কোনো বাধা দেয়নি দলটির নেতা-কর্মীদের। কয়েক হাজার মানুষ নগরীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। এরপর বের হয় শোভাযাত্রা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। এই বক্তব্যে সরকারের নানা সমালোচনার পাশাপাশি সাম্প্রতিক জঙ্গি তৎপরতা নিয়ে কথা বলেন বিএনপি নেতারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন