জয়-পরাজয় যাই হোক মেনে নেবো: সীমা

  30-03-2017 10:18AM



পিএনএস, কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জয়-পরাজয় যাই হোক মেনে নেবো বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।

বৃহস্পতিবার সকাল ৯টায় কুমিল্লা মডার্ণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর এসব কথা বলেন তিনি।

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট দেয়ার পর সীমা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ফলাফলে জয়-পরাজয় যাই হোক আমি মেনে নেব।

এদিকে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোটের সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর উত্তর চর্থা এলাকার নবাব হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয়ে সাড়ে ৯টার দিকে ভোট দেন বলে জানা গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন