আল আকসায় আগ্রাসনের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

  24-07-2017 05:55PM

পিএনএস ডেস্ক : মসজিদুল আকসায় জুমার নামাজে মুসল্লিদের বাধা প্রদান ও নিরহ মুসল্লিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি পালনের খবর দিয়েছে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে আটটায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও মহানগর দক্ষিণ শাখা সভাপতি শফিউল আলমের নেতৃত্বে¡ মিছিলটি রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশন থেকে শুরু হয়ে জুরাইন মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল মসজিদে আকসায় আগ্রাসন চালিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয় রক্তাক্ত করছে। তারা মসজিদে আকসাকে নিরাপত্তার নামে নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে। ইসরাইলের কোনো অধিকার নেই মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা হরণ করার। তাই নি:শর্তভাবে ফিলিস্তিনের মুসলিমদের আল আকসাতে প্রবেশ করতে দিতে হবে।

তারা আরো বলেন, আল আকসা মুসলিম উম্মাহর। আল আকসার পবিত্রতা পৃথিবীর সব মুসলিমের জন্যই গুরুত্বপূর্ণ। তাই সকল ধর্মের মানুষকে একত্রিত হয়ে এই ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তারা।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর শাখা সেক্রেটারি কাজী মাসুম সরকার, মুজিুবর রহমান মঞ্জু, শরীয়তুল্লাহ, ইমাম হোসাইন, নূর আলম, শেখ ফরিদ রাহাত প্রমুখ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন