‘যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করে’

  27-07-2017 02:14PM

পিএনএস ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দুর্নীতিতে আমরা সবাই নিমজ্জিত। যাদের ক্ষমতা আছে তারাই দুর্নীতি করে। পরোক্ষভাবে আমরা সবাই দুর্নীতির সঙ্গে জড়িত।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ কেন্দ্রে হটলাইন ‘১০৬’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সবাই যদি দুর্নীতিতে নিমজ্জিত না থাকত, তাহলে দুর্নীতি হতো না।’

তিনি বলেন, ‘অনেক সময় বাধ্য হয়ে আমাদের দুর্নীতিতে জড়িত হতে হয়। বাংলাদেশে দুর্নীতির সংস্কৃতি ছিল না। এটা একটা গোপনীয়তার মধ্যে ছিল। একটু শরমের সংশ্লিষ্টতা ছিল।’

আবদুল মুহিত বলেন, ‘একটা সময় ছিল যখন সরকারি চাকরিজীবীদের খাবার নিয়ে চিন্তা করতে হতো। এখন সে অবস্থা নেই। এখন চাকরিজীবীরা স্বচ্ছলভাবে চলতে পারেন।’

দুদকের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, ‘এক সময় দুদকের এক চেয়ারম্যান দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করবেন বলে ঘোষণা করেছেন। জেহাদের ভবিষ্যত সব সময় অন্ধকার হয়। কারণ জেহাদ একটি অন্য জিনিস। তদন্ত নিয়ে একটি বক্তব্য আছে, তদন্ত করবেন ভালো কথা। কিন্তু তবে জেহাদী হবেন না। জেহাদী হলে তদন্তের কোয়ালিটি নষ্ট হয়ে যায়।’

দুদকের হটলাইন সার্ভিস চালুর প্রশংসা করে মুহিত বলেন, ‘এর মাধ্যমে সাধারণ জনগণ সহজেই নালিশ করতে পারবেন। প্রযুক্তি দেশের দুর্নীতি দমনে অনেক সুযোগ করে দিয়েছে। সেগুলো আমাদের কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহামুদ চৌধুরীসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো ‘১০৬’ হটলাইনে ফ্রিতে কল করে দুর্নীতির যে কোনো অভিযোগ জানাতে পারবে জনসাধারণ। অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘১০৬’ নম্বরে ফ্রি কল করা যাবে।

দুদক সূত্রে জানা গেছে, হটলাইনে অভিযোগকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোনও অবস্থাতেই প্রকাশ করা হবে না। কমিশনের প্রধান কার্যালয়ের তিন তলায় হটলাইন সেন্টার স্থাপন করা হয়েছে।

হটলাইন-১০৬ পরিচালনার জন্য ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে কমিশন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন