‘বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা আন্তজার্তিকভাবে স্বীকৃতি পেয়েছে’

  13-10-2017 05:28PM

পিএনএস ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উপুর্যপরি বৈঠকে মিলিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা আন্তজার্তিকভাবে স্বীকৃতি পেয়েছে।

তিনি আজ কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগর নিজ বাসভবনে দলীয় নেতা কর্মিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি করা সরকারের একটি ইস্যু পরিবর্তন কৌশল মাত্র বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারী হয়েছে। বেগম খালেদা জিয়া যদি গণতন্ত্র বিশ্বাস করেন তা হলে আদালতে হাজির হবেন। কারণ কেউই আইনের উর্দ্ধে নয়। আইনে নিজেকে সোপর্দ করা উচিত।

এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন