‘সিনহার পদত্যাগপত্র গ্রহণ অশনিসংকেত’

  15-11-2017 11:53AM

পিএনএস ডেস্ক: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণকে ‘অশনিসংকেত’ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সিনহা দেশে ফিরে ১৫৪ জন এমপির বৈধতার প্রশ্নে করা একটি রিটের শুনানি নিয়ে তাদের অবৈধ ঘোষণা করতে পারেন, এমন আশঙ্কা থাকায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসা সিনহার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন, বঙ্গভবনের বরাতে সকালে গণমাধ্যমে খবর আসার পর দুপুরে এক আলোচনাসভায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।

মোশাররফ বলেন, সিনহাকে নজিরবিহীন ও ন্যক্কারজনকভাবে জোর করে পদত্যাগ করিয়ে আজকে বলছেন, রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, এবার ২০১৪ সালের মতো নির্বাচন জনগণ হতে দেবে না।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন