আনিসুল হকের নামে ড্যাফোডিলে স্টাডি সেন্টার ও অ্যাওয়ার্ড

  06-12-2017 05:54PM

পিএনএস ডেস্ক : সম্প্রতি প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের নামে আনিসুল হক স্টাডি সেন্টার ও 'ড্যাফোডিল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড' চালুর ঘোষণা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মঙ্গলবার ধানমণ্ডিতে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে বলা হয়, আনিসুল হক সমাজ পরিবর্তনের রোলমডেল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে তার ছিল আত্মিক সম্পর্ক। সেই চেতনার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন প্রস্তাব দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সাদরে গ্রহণ করে।

সেই সম্পর্ককে স্মরণীয় করে রাখতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আনিসুল হক স্টাডি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। স্টাডি সেন্টারে আনিসুল হকের কর্ম ও যেসব উদ্যোক্তা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন, তাদের নিয়েও গবেষণা করা হবে।

আনিসুল হককে নিয়ে লেখা বইসহ বিভিন্ন কর্ম সেখানে স্থান পাবে। স্টাডি সেন্টারের পক্ষ থেকেই দেওয়া হবে ড্যাফোডিল চেঞ্জ মোর অ্যাওয়ার্ড। আগামী জানুয়ারি মাসের মধ্যেই জুরি বোর্ড গঠন করে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম, পরিচালক (স্টুডেন্টস অ্যাফেয়ার) সৈয়দ মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এজাজ-উর রহমান সজল ও শিক্ষার্থী সামিয়া খান।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন