আসন্ন সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী

  13-10-2018 06:30PM

পিএনএস : আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি। তিনি বলেন, কোনোভাবেই দলীয় কোন্দল বা অনৈক্য বরদাশত করা হবে না। শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।

আজ দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদরের এম.পি. গোলাম ফারুক প্রিন্স, শামসুল হক টুকু এম.পি., পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, দপ্তর সম্পাদক এডভোকেট আহাদ বাবু, নূরুজ্জামান বিশ্বাস, সাইদুল হক চুন্নু, শহীদুল্লাহ, জাহাঙ্গীর কবীর রানা, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন