সংসদ কার্যকর রাখতেই বিরোধী দলের ভূমিকায় জাপা : জিএম কাদের

  16-01-2019 07:19PM

পিএনএস ডেস্ক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় সংসদকে কার্যকর রাখতেই বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ছাড়া আর কোনো দলই কার্যকর ভূমিকা রাখার অবস্থায় নেই। এ কারণেই জাতীয় পার্টি এবার সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করেনি।

বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির কো-চেয়ারম্যান।

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই উল্লেখ করে তিনি জানান, জাতীয় পার্টি পল্লীবন্ধু এইচ এম এরশাদের নির্দেশনায়ই চলছে। জাতীয় পার্টি এখন শক্তিশালী অবস্থায় ঐক্যবদ্ধ। জাতীয় পার্টি থেকে চারজন সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হবে এবং এ তালিকা পার্টির চেয়ারম্যান চূড়ান্ত করবেন।’

এ সময় আর উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা এমএ রাজ্জাক খান, মো. মহিবুল্লাহ্, হাফিজ আহমেদ পিটু, আনোয়ার হোসেন তোতা, জিয়াউর রহমান বিপুলসহ প্রমূখ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন