দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশেই নির্বাচিত সরকার নাই: খসরু

  07-06-2019 02:02AM

পিএনএস ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেই নির্বাচিত সরকার আছে। একমাত্র বাংলাদেশেই নির্বাচিত সরকার নাই।

বৃহস্পতিবার (০৬ জুন) চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, মানুষের যখন মালিকানা কেড়ে নেবেন, মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় বসে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে দেশ পরিচালনা করবেন—সেক্ষেত্রে এটা বিএনপির ব্যাপার না সব নাগরিকের বিষয়। বাংলাদেশের জনগণ সেজন্য বসে থাকতে পারে না। এটা বাংলাদেশে বহুবার প্রমাণিত হয়েছে। এবারও হবে।

তিনি আরও বলেন, দেশের জনপ্রিয় নেত্রীকে জেল রেখে জনগণ কি শান্তিতে দেশে ঈদ করতে পারে? দেশের সাধারণ মানুষ আইনের শাসনবিহীন গণতন্ত্রবিহীন একটি নিযার্তিত অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন