বিকেলে বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

  24-08-2019 12:41PM

পিএনএস ডেস্ক:দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিভাগীয় শহরগুলোতে ১ সেপ্টেম্বরের পর সমাবেশ চূড়ান্ত করাসহ রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বৈঠকে বসছে দলটির স্থায়ী কমিটি।

শনিবার (২৪ আগস্ট) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি বলেন, বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত থাকার কথা রয়েছে।

সবশেষ গত ১৭ আগস্ট (শনিবার) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার সিদ্ধান্তের পাশাপাশি রাজপথে কর্মসূচির বিষয়ে একমত হন নেতারা।

বিএনপি নেতাদের সূত্রে জানা যায়, শনিবারের বৈঠকেও খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা হবে। বিভাগীয় শহরগুলোতে ১ সেপ্টেম্বরের পর সমাবেশ করার চূড়ান্ত সিদ্ধান্তও এ বৈঠকে হতে পারে।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, কাশ্মীর ইস্যু, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ জনকে আত্মসমর্পণের আদেশ ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নিয়েও আলোচনা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন